সুজানগরে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধের লক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
এম এ আলিম রিপন,সুজানগর,পাবনা।
পাবনার সুজানগরে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং,নারী ও শিশু নির্যাতন সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধের লক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের পোড়াডাঙ্গায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুজানগর থানার আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) রবিউল ইসলাম। সুজানগর থানা অফিসার ইনচার্জ সাকিউল আযম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে পাবনা সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) রবিউল ইসলাম বলেন, পুলিশ জনগণের শত্রু নয়,বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। তিনি বলেন, মাদকের সঙ্গে কোন আপস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারী সহ যে কোন অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান। মাদক,জঙ্গিবাদ, ধর্ষণ, বাল্য বিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং,নারী নির্যাতন সহ সমাজের বিভিন্ন অপরাধ,সহিংসতা রোধ ও নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনসচেতনতা খুবই প্রয়োজন। এজন্য জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। , জুয়া ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি জানিয়ে সভাপতির বক্তব্যে সুজানগর থানার নবাগত অফিসার ইনচার্জ সাকিউল আযম বলেন, মাদকের সাথে কারো কোনভাবে সম্পৃক্ততা থাকবেনা সেটা পুলিশ সদস্য হোক, রাজনৈতিক বা অন্য যে কেউ মাদকের সাথে সম্পৃক্ত হলে চরম মূল্য দিতে হবে।এখানে আমার মা-বোন ও কন্যা সন্তান তুল্য তোমরা অনেকে আছো, শিক্ষিত জাতি গঠনে শিক্ষিত মায়ের ভূমিকা কিন্তু অপরিহার্য। তাই সমাজের একটি সার্বজনীন সমস্যা বাল্য বিবাহ থেকে মা-বোন কে সচেতন হতে হবে। কন্যা সন্তান কিন্তু কারো জন্য কোন বোঝা নয়। এটি দেশের সম্পদ। তোমরা বিভ্রান্ত না হয়ে একটি নিদিষ্ট সময় পর্যন্ত লেখাপড়া করে শিক্ষিত হয়ে নিজেদেরকে অর্থনীতির কান্ডারী করে তুলো। আমি বিশ্বাস করি তোমাদের হাত ধরেই একদিন বাংলাদেশ উন্নয়নের সর্বোচ্চে পোঁছাবে।সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।