"নেত্রকোনায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সার্ভেয়ারদের অবস্থান ধর্মঘট পালিত"
মোঃ আলী আশরাফ ইলিয়াস (নেত্রকোনা জেলা প্রতিনিধি)
"স্বাধীন সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই,কারিগরি শিক্ষার অবমাননা মানি না মানবো না" এই স্লোগানকে সামনে রেখে ডিপ্লোমা এন্ড ইন্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/সমমানের পদে কর্মরতদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন শুরু করেছেন ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্বেয়ার ও সমমানের কর্মরত সার্ভেয়ারগণ।
সার্ভেয়ারগণ দীর্ঘদিন ধরে ন্যায্য কর্মসংস্থান ও উন্নত বেতন কাঠামোর যুক্তিযুক্ত দাবি করে আসছেন। তারা চান ১০ম গ্রেড বাস্তবায়ন করে তাদের যথাযোগ্য মূল্যায়ন করা হোক এবং এতে তাদের পাশাপাশি দেশের শিক্ষাব্যাবস্হারও যুগোপযোগী উন্নয়ন হবে।
আলোচনাকালে কেন্দুয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ রেজাউল করিম ভূঞা বলেন, ১০ম গ্রেড বাস্তবায়নে ডিপ্লোমা সার্ভেয়ারদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও পেশাদার আন্দোলন হিসেবে বিবেচিত হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে সার্ভেয়ারগণ তাদের দাবি ও অধিকার আদায়ে একত্রিত হয়েছেন যা বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে একটি নতুন দিগন্তের সূচনা করেছে।।
এই অবস্থান ধর্মঘটে ওনারা বিভিন্ন সামাজিক ও মানবিকভাবে সমর্থন ও সহমর্মিতা পাচ্ছেন। শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে শিক্ষা মন্ত্রণালয়ের উচিত এই দাবিগুলো বাস্তবায়ন করা বলছেন জনসাধারণ।।