কলাবাড়ীয়া একতা যুব সংঘের শুভ উদ্বোধন ,,
মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি নড়াইল ,
নড়াইলের কালিয়া উপজেলার,কলাবাড়ীয়া একতা যুব সংঘের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার ১৪ অক্টোবর ২০২৪ বিকাল ৫ টার দিকে নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া পূর্ব পার বাজারের ব্রিজএর উত্তর পাশে নিজস্ব কার্যলয়ে শুভ উদ্বোধন করেন মোঃ সবুর মোল্লা, মোঃ রেজাউল মল্লিক ও মোঃ হানেফ তালুকদার। উদ্বোধন শেষে মোনাজাত করেন মোঃ রেজাউল মল্লিক। পরে, একটা যুব সংঘের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়, আলোচনা সভায় বক্তব্য রাখেন , এলাকার সমাজ সেবক , মোঃ জামাল হোসেন মুন্সি, মোঃ মান্নান শিকদার , মোঃ আংগুর শেখ, মোঃ দুল দুল ফকির , মোঃ সোহাগ মোল্লা , মোঃ মতিয়ার মল্লিক , মোঃ মিটন শিকদার , মোঃ আলামিন মোল্লা মোঃ রাসেল শেখ, প্রমূখ । আলোচনা শেষে পুরস্কার ও মিষ্টি, বিতরণ করেন |