আমতলীতে ছাত্র অধিকার পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা।
মো. তৌফিকুর ইসলাম
আমতলী (বরগুনা)প্রতিনিধি
বরগুনার আমতলীতে ছাত্র অধিকার পরিষদের পূর্ণাঙ্গ কমিটি দিয়েছে বরগুনা জেলা শাখা।
সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৫১ জন সদস্য করে এ কমিটির অনুমোদন দেয় জেলা শাখা।
আমতলী উপজেলায় শিকদার মো. প্রিন্স কে সভাপতি ও বি.এম. বনি আমিন রাহাত কে সাধারণ সম্পাদক করা হয়।
বরগুনা জেলা শাখা র সভাপতি মাইনুল ইসলাম সোহাগ ও সাধারণ সম্পাদক রাকিব মোল্লা স্বাক্ষরিত ১৫ অক্টোবর এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের অনুমোদন করে।
পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন, মেহেদী হাসান রুমী,নাজমুস সাকিব, মহিউদ্দিন আহম্মেদ,মোঃ নাজমুল হাসান, মোঃ সাকুর,সোহাগ হাওলাদার,রবিউল হোসেন রকি,ফজলুল হক মনির,আল আমিন,আতাউল্লাহ মৃধা,জাকির হোসেন খান,সাকিল ইসলাম,জাকারিয়া হোসেন জয়,আলভি ফাহিম,ইমরান হাওলাদার,আবির হোসেন বাইজিদ,
জে.আর সফিকুল ইসলাম,মাহাবুব নিলয়,জি.এম. মুসা,
তারিফ আহম্মেদ সোহাগ,
ইব্রাহীম গাজী,মহিবুল্লাহ,সজিব খান,রিশাদ আহম্মেদ,
নাজমুল হোসেন,জাকির কাজী জাকারিয়া ইসলাম,মহিন উদ্দিন,রাজিবইসলাম,প্রিন্স সজিব,রাজিব রাজ,জিএম বাইজিদ,জিএম আরাফাত,হামিম ইসলাম,মোঃ সাকিল,তহিদুল ইসলাম,সাকিল মাহামুদ,জিএম জাকারিয়া,নাইম খান,সাগর,সজিব আকন, মোঃ সাগর,আবু জাফর,ইব্রাহীম অভি,মারুফ হোসেন, তাহসিন,
তৌফিকুর ইসলাম,তানবির আহম্মেদ।
আমতলী উপজেলার সভাপতি মোঃ শিকদার প্রিন্স বলেন, গন অধিকার পরিষদের পক্ষ থেকে গনতন্ত্রের জন্য কাজ করবো। যেখানেই দুর্নীতি সেখানেই আমরা প্রতিহত করবো। সামাজিক উন্নয়ন কর্মকান্ডে সংশ্লিষ্ট থেকে সকল স্তরের মানুষের ন্যায় প্রতিষ্ঠায় লড়ে যাবো।