"নেত্রকোনার বারহাট্রায় পল্লি বিদ্যুৎ এর এজিএম গ্রেফতার"
মোঃ আলী আশরাফ ইলিয়াস (নেত্রকোনা জেলা প্রতিনিধি)
নেত্রকোনার বারহাট্রা পল্লী বিদ্যুতের এজিএম মনির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ঢাকা থেকে একটি পুলিশের টীম আসার পর নেত্রকোনা শহর থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রাত দশটার দিকে তাকে গ্রেফতার করেন।
এর আগে বৃহস্পতিবার সকালে সেনাবাহিনী তাকে আটক করে বারহাট্রা থানায় নিয়ে যাওয়ার পর থানা পুলিশ কিছুক্ষণ রেখে ছেড়ে দিয়েছিল।
সেদিন তারা নানা দাবি আদায়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার দশ উপজেলা ও পাশ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, মধ্যনগর উপজেলা মিলিয়ে মোট ১২ টি উপজেলায় কোন আগাম নোটিশ ছাড়াই কমপ্লিট শাটডাউন করে। এতে করে প্রায় সাড়ে ৬ লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন ভোগান্তিতে পড়ে।
এনিয়ে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আবু সাইদ বলেন, অভিন্ন চাকরি বিধি ও অনিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত করার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। আমাদের ২০ জন কর্মকর্তাকে বিনা নোটিশে অব্যাহতি দেয়া হয়েছে ও একজনক কর্মকর্তাকে আটক করা হয়েছে। অব্যাহতি দেয়া কর্মকর্তাকে স্বপদে বহাল ও মামলা প্রত্যাহসরসহ সব দাবি মেনে নিতে হবে।
বারহাট্রা পল্লী বিদ্যুতের ডিজিএম মাহফুজুর রহমান বলেন, আরবি ও পবিস একত্রিত করার দাবি করা হয়েছিল সেটা গ্রহণ করা হয়নি।উল্টো আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করার পায়তারা করছে পিআরবি। আমাদের ২০ জন কর্মকর্তাকে বিনা নোটিশে অব্যাহতি দেয়া হয়েছে আরও ১০ জনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। অব্যাহতি দেয়া সকল কর্মকর্তাকে পুনর্বহাল,মামলা প্রত্যাহারসহ আমাদের সকল দাবি মেনে নিতে হবে।
রাতে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, জেলা প্রশাসক বনানী বিশ্বাস, নেত্রকোনার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ তিনি আন্দোলনকারীদের সাথে বসেন।জেলা প্রশাসকের কার্যালয়ে ঐ বৈঠকে শান্তিপূর্ন আলোচনা শেষে সন্ধ্যা ৭ টার দিকে আন্দোলনকারীরা বিদ্যুৎ সরবরাহ চালু করেন।