কেন্দুয়ায় হামলা, ভাঙচুর ও লুটপাট মামলায় একজন গ্রেফতার
মোঃ আলী আশরাফ ইলিয়াস (নেত্রকোনা জেলা প্রতিনিধি) নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় মোঃ সেলিম মিয়া (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র। মোঃ সেলিম মিয়া কেন্দুয়া পৌরসভার মৃত আব্দুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে,তার বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মোঃ সেলিম মিয়ার বিরুদ্ধে মামলা করা হয়েছে, এবং তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”উল্লেখ্য,সম্প্রতি কেন্দুয়া উপজেলার সাউধপাড়া গ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটে,যা স্থানীয় জনসাধারণের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। পুলিশের এ গ্রেফতারের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।