সুজানগরে ছাত্রদল নেতা শাকিল খানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর এন এ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো.শাকিল খানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা ছাত্রদলের ব্যানারে অত্র কলেজের সামনে সুজানগর-পাবনা সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন পৌর যুবদল নেতা ওবাইদুর সুমন, শেখ শামীম, বাকি বিল্লাহ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম, ছাত্রদল নেতা শান্ত সাহা, তানভির তারেক, পরশ চৌধুরী, ইনামুল, মুজাহিদ, আসাদ রাব্বী খান, এন এ কলেজের শিক্ষার্থী সাদিয়া ও ফারহানা প্রমুখ। বক্তারা অতিদ্রুত ছাত্রদল নেতা মো.শাকিল খানের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন। পরে ছাত্রদল, এন এ কলেজ ও সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বের হওয়া বিক্ষোভ মিছিলটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা গেটের সামনে গিয়ে শেষ হয়। উল্লেখ্য, গত ১২ অক্টোবর জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পৌর বাজারে সংঘর্ষের ঘটনায় সুজানগর থানায় প্রতিপক্ষের দায়েরকৃত মামলায় ছাত্রদল নেতা শাকিল খানসহ ২৫ জনকে আসামী করা হয়।