নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস ২০২৪ পালিত
মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
নরসিংদীর শিবপুরে প্রশাসন এর সহযোগিতায় জাতীয় নিরাপদ সড়ক চাই পালিত হয়েছে । মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে"ছাত্র জনতার অঙ্গীকার,নিরাপদ সড়ক হোক সবার,এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান মানিক এর সভাপতিত্বে এক র্যালী বের হয় ও পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও শিবপুর উপজেলা শাখার নিরাপদ সড়ক চাই এর উপদেষ্টা,শাহ মোঃ সজীব। এ সময় ইটাখোলা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সোহেল সারওয়ার,নরসিংদীর টি আই মোঃ সাইফুল ইসলাম সহ নিরাপদ সড়ক চাই সংগঠনটির সম্পাদক মণ্ডলীর অন্যান্য
সদস্য ও সুশীল সমাজের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা নিরাপদে যাত্রীদের চলাচলে ট্রাফিক আইনের গুরুত্ব ও করণীয় সম্পর্কে আলোচনা করেন এবং সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।