নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত ১৫
মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ নরসিংদীতে শিবপুর উপজেলার ইটাখোলা সংলগ্ন সৈয়দ নগর বাস স্ট্যান্ডে যাত্রীবাহী দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ১৫ জন। বৃহস্পতিবার(২৪ অক্টোবর) বিকালে শিবপুর উপজেলার সৈয়দনগর বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত শাহ আলমের বাড়ি সিলেটের হবিগঞ্জে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ফাহিমা এন্টারপ্রাইজের একটি বাস শিবপুরের সৈয়দনগর বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির দিগন্ত পরিবহণের অপর একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ই একজন নিহত হয়,আহত হয় আরো ১৫ জন। পরে তাদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষনা করেন। আহতদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। ইটাখোলা হাইওয়ে থানার ইন্সপেক্টর সোহেল সারোয়ার জানান,দুর্ঘটনা কবলিত বাস দুইটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।