গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরিফের উদ্যোগে আলোচনা সভা,মিলাদ মাহফিল ও জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত
স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম থেকেঃ গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরীফ এর উদ্যোগে প্রতি বছর এর ন্যায় গতকাল ২৩ অক্টোবর বুধবার বাদ মাগরিব গাউছে পাক মাহবুবে ছোবহানি কুতুবে রাব্বানী পীরে লাছানি বড়পীর আবু মোহাম্মদ মহিউদ্দিন আবদুল কাদের জিলানী (রহঃ) আল হাসানী ওয়াল হোসাইনি এর পবিত্র বার্ষিক উরশ মোবারক"পবিত্র ফাতেহা ইয়াজদাহুম" উপলক্ষে আলোচনা সভা,মিলাদ মাহফিল ও জিকিরে সেমা মাহফিল খানকাহ্ শরীফ প্রাঙ্গণে মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচ্যবিষয় ছিল পবিত্র ফাতেহা ইয়াজদাহুম,কমিটির নবায়ন,কমিটির বার্ষিক কার্যক্রম প্রতিবেদন,বিবিধ। এতে উপস্থিত ছিলেন মো. ফজলুল হক ফজু,আল্লামা শায়েস্তা খান আল আজাহারী মাকসুদুর রহমান হাসনু,শওকত হোসাইন,রোকনুজ্জামান টুটুল,আল্লামা কাজী হাবিবুল হোসেন, এস এম কামরুজ্জামান,মেজবাহ উদ্দিন,মো.ওমর ফারুক মো.খোরশিদ আলম,মো.নুরা মিয়া সওদাগর,সোহেল মাহমুদ,আবদুল হাকিম,রানা সরকার,হাফেজ মামুনুর রশিদ,এস এম এ ইফতেখার উদ্দিন চৌধুরী,মোহাম্মদ ইসমাইল,মোহাম্মদ মমিনুল ইসলাম,সৈয়দ জাবেদ সরওয়ার,আরমান হোসেন বিজয়,মোহাম্মদ এরশাদুল ইসলাম,আবুল কালাম,লায়ন ডা.বরুণ কুমার আচার্য বলাই,ঝুমুর সর্দার,কৃষ্ণবৈদ্য,মোহাম্মদ পারভেজ প্রমুখ।