"কেন্দুয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ"
মোঃ আলী আশরাফ ইলিয়াস (নেত্রকোনা জেলা প্রতিনিধি) কেন্দুয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব আবদুল হাই সেলিম পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজনু খন্দকারের সাথে আজ সৌজন্য সাক্ষাৎ করেন। সন্ধ্যায় মজনু খন্দকারের ব্যাক্তিগত কার্যালয়ে সাক্ষাৎ করতে যান তিনি। এসময় এলাকার সাংবাদিকদের উন্নয়ন,আর্থসামাজিক অবস্থা এবং পিছিয়ে পড়া কেন্দুয়া উপজেলাকে বিনির্মানে গঠনমূলক আলোচনা হয়। সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়া দূর্নীতি এবং সচেতনতা বৃদ্ধির প্রয়োজন তাগিত করেন উভয়েই। মজনু খন্দকার এই সাক্ষাৎকে আন্তরিকতার সাথে স্বাগত জানান এবং কেন্দুয়া প্রেসক্লাবের কার্যক্রমের প্রশংসা করেন ও সমর্থন জানান।
কেন্দুয়ার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বারোপ করেন। এসময় সেখানে কেন্দুয়া উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু,যুগ্ম আহ্বায়ক সারোয়ার,যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক তালুকদার ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলমসহ দলীয় ও সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাজনৈতিক ও পারিপার্শ্বিক অবস্থা নিয়েও দুই সংগঠনের নেতার মধ্যে আলোচনা হয়।