কেন্দুয়া-মদন রোডে অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ
মহিউদ্দিন সরকারঃ-কেন্দুয়া প্রতিনিধিঃ-নেত্রকোনা।।
নেত্রকোনার কেন্দুয়া-মদন সড়কের বাড়রী টু বড়তলা এলাকায় এক অটোচালকের হাত-পা,মুখমণ্ডল কষ্টেপ দিয়ে বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে আজ দুপুরে মদন থানা পুলিশ। নিহত ব্যক্তির নাম জসিম উদ্দিন (৪৫),পিতার নাম জাফরখান। বর্তমানে তিনি কেন্দুয়া পৌরসভাধীন টেঙ্গুরী গ্রামের বাসিন্দা ছিলেন,তবে তার স্থায়ী ঠিকানা মদন উপজেলার চত্তকোনা-ফতেপুর গ্রামে। জসিম উদ্দিন পেশায় একজন অটোচালক ছিলেন। স্থানীয়রা জানান, গতকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার অটো রিকশা নিয়ে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। দুপুরে বাড়রী টু বড়তলা রোডের পাশে সন্দেহজনকভাবে তার দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মদন থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। নিহতের হাত-পা এবং মুখমণ্ডল কষ্টেপ দিয়ে বাঁধা ছিল যা হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়। পুলিশ জানিয়েছে,প্রাথমিক তদন্তে হত্যার আলামত পাওয়া গেছে এবং ঘটনাটি আরও তদন্ত করে দেখা হচ্ছে। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত করা যায়নি।
স্থানীয়রা বলছেন,জসিম উদ্দিন একজন সহজ-সরল মানুষ হিসেবে পরিচিত ছিলেন এবং তার সাথে কারো শত্রুতা ছিল বলে জানা যায়নি। তবে কিছুদিন ধরে কিছু অসাধু ব্যক্তি এলাকায় অটোচালকদের সাথে অপ্রত্যাশিত ঘটনার সৃষ্টি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে,এবং এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে,এবং স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে।