জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন"
মোঃ আলী আশরাফ ইলিয়াস (নেত্রকোনা জেলা প্রতিনিধি)) নেত্রকোনা জেলার কেন্দুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা শাখার আয়োজনে সংগঠনটির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো। ২৭ অক্টোবর (রবিবার) উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব ড.সৈয়দ আলমগীর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার মোঃ মোস্তাফা-ই-জামান সেলিম (সহ সভাপতি এসোসিয়েশন অফ ইন্জিনিয়ার্স,বাংলাদেশ এ্যাব) উপজেলা যুব দলের সদস্য সচিব আতাউল হক মিন্টুর সঞ্চালনায় ও যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান রিপনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা ছাত্রদল এর সাবেক সাধারণ সম্পাদক,কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,নেত্রকোনা জেলা বিএনপির সাবেক স্বাস্হ্য বিষয়ক সম্পাদক জনাব মজনু রহমান খন্দকার। এছাড়াও উপজেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,কৃষক দল,ছাত্রদল,তরুণ দলের বিপুল সংখ্যক পদধারী ও সাধারণ নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং ওনাদের মূল্যবান বক্তব্য রাখেন। আলোচনাকালে প্রধান বক্তা জনাব মজনু রহমান খন্দকার বলেন,আমরা বিগত আওয়ামী সরকারের দুঃশাসনকালে সীমাহীন অত্যাচার মিথ্যা মামলায় জেল জুলুমের শিকার হয়েছি। সকল নেতাকর্মীরা এত কষ্ট ভোগের পর বর্তমান অবস্থায় নিজেদের মধ্যে বিভাজন তৈরি না করে সকলেই ঐক্যবদ্ধ ভাবে দলকে শক্তিশালী কাজ করতে হবে। আওয়ামী লীগের বিগত সংসদ সদস্য অসীম কুমার উকিলের মত মানুষকে মিথ্যা মামলায় হয়রানি না করে,কারো সাথে অত্যাচার না করে গণমানুষের কাছে থেকে তাদের মন জয় করতে হবে। এইসময় তিনি জেলা বিএনপির সদস্য সচিব ড.রফিকুল ইসলাম হিলালীর প্রতি আহবান করে বলেন,আপনি জেলা বিএনপির নেতা ও অন্য সবার মত কেন্দুয়া আটপাড়া আসনের মনোনয়ন প্রত্যাশী। দলে এখন বহু নির্যাতিত কর্মীরা আছেন। তাদেরকে এবং সকল মনোনয়ন প্রত্যাশীদের সাথে বিভক্তি তৈরী না করে আসুন সকলে মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কেন্দুয়া-আটপাড়ায় সর্বোচ্চ অবস্থানে নিয়ে যাই। আর বিএনপির নেতাকর্মীরা যারা আছেন আপনারা প্রশাসনের সাথে দুরত্ব তৈরী করবেননা। ওনারা আমাদের ভাই এবং আমরাও ওনাদের ভাই। আগামী ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কেন্দুয়া হাইস্কুল খেলার মাঠে আমরা এমন জনসমাবেশ করবো যা অতীতের যেকোনো সময়ের দ্বিগুণ হবে ইনশাআল্লাহ। নওপাড়া ইউনিয়ন বি এন পির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাজু ভূঞা বক্তৃতাকালে বিএনপিকে ক্লিন ইমেজের দল হিসেবে এগিয়ে নেয়ার শপথ করেন এবং বলেন যদি কোন বি এন পি নেতা চাঁদাবাজি,দূর্নীতি করে তাদের কঠোর হাতে দমন করা হবে। সকল নেতা কর্মীরাই হাততালি দিয়ে এই বক্তব্য বরন করে নেন।