নরসিংদীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১
মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ৮ মামলার চিহ্নিত আসামী,মাদক ব্যবসায়ী আল আমিন ওরফে সাটার আলামিনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। শনিবার(২৬ অক্টোবর) রাতে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি শহরের বাসাইল এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ ইমদাদুল হক জানান শনিবার বিকালে উপপরিদর্শক মোঃ আঃ গাফ্ফার (পিপিএম-বার) নেতৃত্বে উপপরিদর্শক আইয়ুব খান,উপ পরিদর্শক জুয়েল রানা,আল আমিন সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল নরসিংদী সদর থানা এলাকায় নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাসাইল এলাকার শাপলা চত্ত্বরে খন্দকার ডিপার্টমেন্টাল ষ্টোরের সামনে থেকে মাদক বিক্রেতা আল আমিন ওরফে সাটার আল আমিনকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আলআমিন একজন চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে ইতিপূর্বে মাদক সহ ৮টি মামলা রয়েছে। নরসিংদী মডেল থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।