কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
মহিউদ্দিন সরকারঃ উপজেলা প্রতিনিধি কেন্দুয়া।।
নেত্রকোনার কেন্দুয়া ২৮ অক্টোবর সোমবার দুপুরে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ। এ সময় উপস্হিত ছিলেন এ এইচ কে রুহি কে রনি কেন্দ্রীয় প্রচার সম্পাদক যুবঅধিকার পরিষদ এম এইচ সরকার হিমেল সহ-সভাপতি জেলা ছাত্র অধিকার পরিষদ,আল-আমীন সাংঘঠনিক সম্পাদক জেলা যুবঅধিকার পরিষদ,সালমান সাধারন সম্পাদক যুবঅধিকার পরিষদ। এছাড়া ও উপস্হিত ছিলেন জহিরুল ইসলাম যুগ্ন সাধারন সম্পাদক যুবঅধিকার পরিষদ,সাকিন ইসলাম সদস্য যুবঅধিকার পরিষদ কেন্দুয়া উপজেলা শাখা। সৌজন্য সাক্ষাতের সময় ওসি মিজানুর রহমানের সাথে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন। গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ তাদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে সহযোগীতা চেয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে ওসি মিজানুর রহমান জানান,সৌজন্য সাক্ষাতে গণ অধিকার নেতৃবৃন্দ তাদের সংগঠনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সহযোগীতা চেয়েছেন। আমি বিধি মোতাবেক সহযোগীতা করার আশ্বাস প্রদান করি। পরে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকের সাথে ও সৌজন্য সাক্ষাত করেন।