#ইউএনও-যখন-শিক্ষকের ভূমিকায়,শিক্ষার্থীরা তখন উজ্জীবিত ও আনন্দিত;
মোঃ আলী আশরাফ ইলিয়াস (নেত্রকোনা জেলা প্রতিনিধি) কেন্দুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ইমদাদুল হক তালুকদার। এই উপজেলায় আসার পর হতে পৌরসভা ও তেরটি ইউনিয়নের পথে প্রান্তরে নিরলসভাবে ছুটে চলেছেন। উপজেলার শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ব্যবস্হা,সাহিত্য সংস্কৃতিসহ সার্বিক উন্নয়নে কাজ করছেন। ওনার আন্তরিকতা ও সক্রিয়তায় ইতিমধ্যে উপজেলাবাসীর কাছে সুপরিচিত ও প্রশংসা খোঁড়াচেছন। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (৩০ অক্টোবর) দুপুরে গগডা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান। এ সময় তিনি বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। একপর্যায়ে শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে যান এবং সেখানে চলে পাঠদান। ইউএনও মহোদয়কে অল্প সময়ের জন্য হলেও শিক্ষক হিসেবে কাছে পেয়ে খুবই আনন্দিত ও অনুপ্রাণিত হয়ে উঠে কোমলমতি শিক্ষার্থীরা।