দূর্গাপুরে শারিরীক প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যা
সাগর হাসান,জেলা প্রতিনিধি রাজশাহী।। রাজশাহীর দুর্গাপুরে আম্বিয়া খাতুন (৪০) নামের এক শারিরীক প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার(৩১ অক্টোবর) ভোররাতে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের বখতিয়ারপুর হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। আম্বিয়া খাতুন ওই গ্রামের মৃত আব্দুল মালেকের কন্যা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আফসার আলী জানান, জন্মগত ভাবেই আম্বিয়া খাতুন শারীরিক প্রতিবন্ধী। বুধবার দিনগত রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে যায় আম্বিয়া। কিছুক্ষণ পর আম্বিয়ার চিৎকার শুনে তার মা গিয়ে দেখে আম্বিয়ার নিথর দেহ মাটিতে পড়ে আছে। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। পরে থানা পুলিশকে খবর দেয়া হয়।
পুলিশ জানায়, প্রতিবন্ধী আম্বিয়ার শরীরের বিভিন্ন স্থানে কয়েকটি হাসোয়া বা কাঁচির কোপের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত শেষে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।এছাড়া হত্যাকান্ডের ঘটনাটি গোপনে তদন্ত করে দেখা হচ্ছে।
আরও জানান, প্রাথমিক ভাবে কাউকে আটক করা না হলেও পরিবার, আত্মীয়-স্বজনদের জিজ্ঞাসাবাদ করতে তাদের থানায় ডাকা হয়েছে।
এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।