পাবনার শরৎগঞ্জ বাজারে জামায়াত ইসলামি অফিস উদ্ভোধন।
মোঃ সাবেদুল সরকার পাবনা প্রতিনিধি। নিকুরদহ (বারআনী) গ্রামের মসজিদ কমিটি নিয়ে লংকাকান্ড ঃ
বর্তমান কমিটির সভাপতি আজিজুল হক মাষ্টার (আওয়ামী লীগ) সেক্রেটারী মোঃরফিক মোল্লা (জামায়াত)।দীর্ঘ দিনের সামাজিক ও পারিবারিক বাদানুবাদ চলে আসছে ।রাজনৈতিক পট পরিবর্তনের পর এটায় রাজনৈতিক রং লাগিয়ে জামাতে ইসলাম দু গ্রুপে বিভক্ত হয়ে উভয় পক্ষে সমর্থন দেওয়ায় এই ঘটনা ।
মুলত মসজিদের সভাপতি (আওয়ামীলীগ) কে পরিবর্তন করে জামাত দখল বানিজ্য প্রতিষ্ঠায় মত্ত ।জামায়াতের এক গ্রুপের নেতৃত্বে শিতল প্রামানিক (সভাপতির) পক্ষে।
রফিক গ্রুপের পক্ষে জামায়াতের আল- মাহমুদ গ্রুপ।
উভয় পক্ষের ৭/৮ জন আহত । তার মধ্যে কমপক্ষে ৩ জন গুরুতর ।আহতারা বিভিন্ন থান হাসপাতালও ২/৩ জন গুরুতর আহত পাবনা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ।নিকুরদহ জামে মসজিদসাঁথিয়া থানায় আমির হামজা (শিতল) প্রাং বাদী হয়ে মামলা রজ্জু করেছে ।