রাউজানে গাউসিয়া কমিটি হিঙ্গলা শাখার ৮তম আজিমুশান সুন্নী সম্মেলন ও মহিলা দাওয়াতে খাইর মাহফিল সম্পন্ন
স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম থেকেঃ- পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর হিঙ্গলা ইউনিট শাখার ব্যবস্থাপনায়,এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় ৮ম তম আজিমুশ্শান সুন্নী সম্মেলন ও মহিলা দাওয়াতে খাইর মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১লা নভেম্বর জুমাবার সকাল ৯টা থেকে মহিলা দাওয়াতে খাইর মাহফিল এবং বাদে মাগরিব হতে উত্তর হিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গহিরা এফ কে জামেউল উলুম বহুমুখী কামিল মাদ্রাসার প্রধান ফকিহ মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন আলকাদেরী।
সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে এবং হাফেজ আনোয়ার হোসেন মুন্না ও যুগ্ম সম্পাদক হাফেজ মোহাম্মদ খোরশেদ আলমের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন পতেঙ্গা তৈয়্যবিয়া তাহেরিয়া শাহী জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সোলায়মান আলী রজভী,বিশেষ বক্তা ছিলেন বিশনী মাতা জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন কাদেরী। এছাড়াও এসময় গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর হিঙ্গলা ইউনিট শাখার সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আবু,সহ সভাপতি মনির উদ্দিন পিয়ারু,কাজী জয়নুল আবেদীন খোকন,সিদ্দিক আহমেদ সাধারন সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মুরাদ,সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম,অর্থ সম্পাদক রবিউল সাইমন, দাওয়াতে খাইর সম্পাদক আরমান সিকদার,হাফেজ নিয়াজ সিকদার,শিক্ষা বিষয়ক সম্পাদক সাইয়ুম উদ্দিন,প্রচার সম্পাদক রাব্বি মাহমুদ,সমাজ কল্যাণ সম্পাদক রাজু,দপ্তর সম্পাদক মোজাম্মেল,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক তানজীন রিমন,সদস্য জুনায়িদ,সফিউল আজম রাব্বি, শুক্কুর,রাহাত, ওয়াসিফ,মনির,তৌহিদ ফারুক,জাহেদ,সাজিদ,মেহেরাব জিহান,হাফেজ হাসান,রাব্বি,ইয়াছিন আরফাত,সাব্বির, শাওন,শ্রাবণ,আজাদ,সাইফুল,সাব্বির,সায়েদ,নবী, মনির,সাব্বির সহ অন্যান্য সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।