ভেড়ামারা কোদালিয়া পাড়ায় সোহেলের বাড়ি ও দোকান ঘরে ভাঙচুর লুটপাট
মোহন ইসলাম,স্টাফ রিপোর্টারঃ-কুষ্টিয়া জেলা। গতকাল শনিবার রাত আনুমানিক এগারোটার সময় ১৫/১৬ জনের একটি সংঘবদ্ধ দল অতর্কিতে ভেড়ামারা কোদালিয়া পাড়া কালুর মোড় সংলগ্ন সোহেলের বাড়ি এবং দোকানে হামলা করেছে। এ সময় লুটপাটের ঘটনা ঘটেছে বলে সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ এসেছে। ঘটনার বিবরনে জানা যায় সোহেল তার দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পরপরই একটি দল যার নেতৃত্বে ছিল জাহাঙ্গীর সরদারের ছেলে তারা সোহেলের নাম ধরে ডাকাডাকি করে ও গালিগালাজ করতে থাকে। এ সময় তারা বাড়ির গেটে টিনের উপরে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। বাড়ির ভিতরে অনধিকার প্রবেশ করে বাড়ির দরজায় সজোরে আঘাত করে এবং ধারালো অস্ত্রের কোপ মারে। এ সময় তারা সোহেলের পিতাকে জোরপূর্বক টেনে হেঁচড়ে বের করে রাস্তার উপরে নিয়ে যায়। এ ঘটনায় পরিবারের সদস্যরা এবং শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় টাকা পয়সা লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ এসেছে। এই ঘটনার পর থেকে উক্ত পরিবারে এবং আশেপাশের বাড়ি ঘরের লোকজনের মধ্যে ব্যাপক আতংক বিরাজ করছে। উল্লেখ্য জাহাঙ্গীর সরদার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত মর্মে জানা গেছে।