বেগম খালেদা জিয়ার আন্দোলনে নরসিংদীর নেতাদের অবদান:গণতান্ত্রিক সংগ্রামে এক অবিস্মরণীয় অধ্যায়।
মোঃ তালাত মাহমুদ বিশেষ প্রতিনিধি নরসিংদী জেলা।।
১৯৮৬ থেকে ১৯৯০ সালের মধ্যে গণতান্ত্রিক আন্দোলনে এবং বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হয়ে সারা বাংলাদেশব্যাপী বিভিন্ন জনসভায় অংশগ্রহণ করে নরসিংদী জেলার কৃতি সন্তান ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। এই সময়ে নরসিংদী জেলা জাসাস-এর সাবেক সভাপতি কেন্দ্রীয় জাসাস-এর প্রচার সম্পাদক এবিএম আজরাফ টিপু ছিলেন একজন পরিচিত মুখ। বেগম খালেদা জিয়ার সাথে দেশব্যাপী বিভিন্ন জনসভায় বক্তব্য রাখার পাশাপাশি আন্দোলন ও সংগ্রামের মঞ্চেও তার সক্রিয় অংশগ্রহণ জনসাধারণের মাঝে প্রভাব বিস্তার করে। ১৯৮৯ সালের ২০ জানুয়ারি নরসিংদী রেল স্টেশনে বেগম খালেদা জিয়ার অংশগ্রহণে অনুষ্ঠিত পথসভাটি ছিল ঐতিহাসিক। এই জনসভায় তাকে স্বাগত জানান তৎকালীন বিএনপি নেতা ও সাবেক এমপি শামসুদ্দিন আহমেদ এছাক আব্দুল আলী মৃধা,মিয়া মোহাম্মদ সেলিম,ভিপি জলিল এবং এবিএম আজরাফ টিপু সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। ঐদিনের জনসভায় পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে সভার সূচনা করেছিলেন নাসিম আজাদ যিনি বর্তমানে একজন প্রবাসী সাংবাদিক ও লেখক। এই পথসভায় নরসিংদীর সাধারণ জনগণের বিপুল সাড়া মেলে,কারণ এই অঞ্চলের নেতা আব্দুল আলী মৃধা ছিলেন যুবদলের তৎকালীন জনপ্রিয় নেতা। তার বক্তব্য এতটাই প্রাণবন্ত ও উদ্দীপনামূলক ছিল যে,মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তার বক্তব্য শুনতে আগ্রহী থাকতো। সভায় নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের প্রতিনিধি ফারুক উদ্দিন ভূঁইয়া, যার ঐকান্তিক প্রচেষ্টায় ছাত্র সমাজের মধ্যে গণতান্ত্রিক আন্দোলনের জোয়ার সৃষ্টি হয়। ছাত্রদলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে,উপস্থিত ছিলেন মাসুদ রানা বাবুল,যিনি আজও স্মৃতিচারণ করেন সেই সোনালী দিনের। এ সময় নরসিংদী বিএনপির অন্যতম জনপ্রিয় নেতা ছিলেন আব্দুল আলী মৃধা,যিনি নিজের নেতৃত্বের গুণাবলী ও জনসেবামূলক কাজের জন্য অনন্য পরিচিত ছিলেন। তার নেতৃত্বে নরসিংদী বিএনপি তৎকালীন সময়ে এক শক্তিশালী দলে পরিণত হয় যেখানে ছাত্রদল ও যুবদল সদস্যদের উপস্থিতি ছিল প্রবল। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ও গণতান্ত্রিক ভাবনা প্রচার ও প্রসারে তার সাথে এইসব নেতাদের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আন্দোলন এর মাধ্যমে তাদের স্বপ্ন ছিল বাংলাদেশে একটি সুষ্ঠু, গণতান্ত্রিক ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি ন্যায়সঙ্গত রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা। এবিএম আজরাফ টিপু,শামসুদ্দিন আহমেদ এছাক,আব্দুল আলী মৃধা,মিয়া মোহাম্মদ সেলিম ও ভিপি জলিল সহ অন্যান্য নেতৃবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রের জন্য এই আন্দোলন নরসিংদীসহ সারা বাংলাদেশে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। স্বৈরাচার এরশাদ পতনে নরসিংদীর নেতৃবৃন্দ অবদান রয়েছে এবং রাজপথে ভূমিকা রয়েছে । উল্লেখিত নেতৃবৃন্দ এবং দেশব্যাপী ছাত্রদলের ভূমিকা এরশাদ পতন হয়েছে এবং একানব্বই নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসেছে কেন্দ্রীয় ভাবে ভূমিকা রেখেছে তৎকালীন ডাকসুর ভিপি আমানুল্লাহ আমান জিএস খায়রুল কবির খোকন।