বিএনপি'র জেলা কমিটিতে ভেড়ামারার তিন রাজনীতি বিদের স্থান।
মোহন আলী স্টাফ রিপোর্টার,কুষ্টিয়া।। কুষ্টিয়া জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে ভেড়ামারা উপজেলা বিএনপির তিনজন রাজনীতিবিদ স্থান পেয়েছেন। এই উপলক্ষে ভেড়ামারায় বিএনপির রাজনীতিতে উৎসবের আমেজ বিরাজ করছে। গতকাল ৪ই নভেম্বর ৩১ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির কমিটি ঘোষণার খবর ভেড়ামারায় পৌঁছালে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে আনন্দ উৎফুল্লতা লক্ষ্য করা গেছে। সদ্য ঘোষিত জেলা কমিটিতে যুগ্ম আহবায়কের পদ পেয়েছেন ভেড়ামারা উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেয়র এডভোকেট তৌহিদুল ইসলাম আলম। সদস্য হিসেবে স্থান পেয়েছেন ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ এবং ভেড়ামারা উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো:শাহজাহান আলী। এ উপলক্ষে সন্ধ্যার পর ভেড়ামারার বিভিন্ন এলাকায় পদ পাওয়া নেতাদের নিজ নিজ কর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।