নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়ন যুবদলের বিশাল কর্মীসভা।
মোঃ এমরান হোসেন সোহাগ চাটখিল উপজেলা প্রতিনিধি
দৈনিক বাংলার মুক্তকন্ঠ,নোয়াখালী।। যুব,ঐক্য,প্রগতি এমন স্লোগানকে সামনে নিয়ে নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়ন যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে এ সভার কার্যক্রম শুরু হয়।
দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে ১নং সাহাপুর ইউনিয়ন যুবদলের এমন আয়োজনকে ঘিরে ছিলো মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা। দুপুর থেকেই বাদ্যযন্ত্র বাজিয়ে সাহাপুর ইউনিয়ন যুবদলের শাকিল, এসকে কাইয়ুমসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সভাস্থলে আসতে শুরু করেন। বিকেল হতেই আনন্দ মিছিল নিয়ে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উপস্থিতিতে সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
সাহাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন ইয়াসিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাটখিল উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর।
সংগঠনটির ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফজলে আজম আরজুর সভাপতিত্বে ওয়ার্ড থেকে শুরু করে জেলা পযন্ত নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। সার্বিক তত্বাবধানে ছিলেন, ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো:হান্নান, সার্বিক সহায়তায় ছিলেন শাকিল গাজী, এস.কে কাইউম, রাজন হোসেন, সোহেল রানা, নজির আহম্মেদ, আলমগীর হোসেন,রাজিব নূর,মোঃ মিন্টু, মোঃ হাসান,বাচ্চু, রনি, আঃ কাদের,আনোয়ার হোসেন,তরুন, তারেক আজিজ, মোঃ সুমন, এমরান হোসেন, আল-মামুন মিন্টু, মোঃ শহিদ, মোহন, গেলমান হোসেন, সাহাপুর ইউনিয়ন ছাত্রদলনেতা মেশকাত গাজী, মাহফুজ ইসলাম মাহি, সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে নির্দেশনা প্রদান করেন বক্তারা।