নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়ায় সন্ত্রাসী স্বামীর যৌতুকের দাবিতে নির্যাতনের স্বীকার রুপালী বেগম।
রিপোর্টর:এমরান হোসেন সোহাগ,চাটখিল প্রতিনিধি।।
নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শংকরপুরের আব্দুল হকের ছেলে এলাকার নামকরা সন্ত্রাসী নুর ইসলাম ওরফে বাংলা ভাই এর বিরুদ্ধে তার স্ত্রী রুপালী বেগম যৌতুকের দাবিতে তার পরিবারের হাতে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয় এবং একাধিক বিয়ে ও তার পরিবার মাদক -অস্ত্র ব্যাবসার সাথে যুক্ত আছে বলে যানান। অসহায় রুপালী বেগম নিরুপায় হয়ে তার এক ছেলে এবং এক মেয়েকে নিয়ে তার পিতার বাড়ি চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের সরকারি আশ্রয় কেন্দ্রে বসবাস করেন,নুর ইসলাম (বাংলা ভাই) দ্বিতীয় বিয়ে করে বর্তমানে তার স্ত্রী রুপালী বেগম এবং সন্তানের কোনপ্রকার খোঁজ না নেওয়ায় স্থানীয় সাংবাদিক এমরান হোসেন সোহাগ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিকট জানালে তারা রুপালী বেগমের স্বামীর বাড়িতে উনার ছেলে মোঃ সাফওয়ান কে নিয়ে যায় সংবাদ সংগ্রহ করতে,সংবাদ সংগ্রহ কালে নুর ইসলাম (বাংলা ভাই) এর মা,বোন ভাই ও উনার ভাই এর ছেলে এসে সাংবাদিক এমরান হোসেন সোহাগ এর উপস্থিতিতে রুপালী বেগম এর ছেলে মোঃ সাফওয়ান কে মারধর করতে থাকে বেগতিক অবস্থা দেখে সাংবাদিক এমরান হোসেন সোহাগ সহ সকলে ঘটনাস্থল ত্যাগ করে, পরবর্তীতে চাটখিল থানায় একটি অভিযোগ দায়ের করেন। রুপালী বেগম এর ১২ বছরের মাদ্রাসায় পড়ুয়া ছেলে মোঃ সাফওয়ান জানান তার বাবা তাকে একটি অস্ত্র দেখিয়ে বলে তার বাবার সাথে থাকার জন্য, ভবিষ্যতে তাকে অস্ত্র চালানো শিখিয়ে তাকে অস্ত্রটি দিবে। এছাড়াও অতিতে একাধিকবার অস্ত্র,মাদক,চুরি ডাকাতি মামলায় নুর ইসলাম (বাংলা ভাই) জেল খাটে। বর্তমানে এক ছেলে এবং এক মেয়ে নিয়ে রুপালী বেগম আশ্রয় কেন্দ্রে জীবন যাপন করতে অসক্ষম হয়ে পড়েছে,উনি উনার অসহায় সন্তানদের পিতার পরিচয় চায়,এবং প্রশাসনের সহায়তার জন্য চাটখিল উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের নিকট এবং চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন,সেনা কর্মকর্তা জানান অতি শীঘ্রই সন্ত্রাসী নুরুল ইসলাম (বাংলা ভাই) এর এবং তার পরিবারের সদস্যদের কাছে থাকা সকল অস্ত্র উদ্ধার করে তাকে আইনের আওতায় আনা হবে,এবং চাটখিল থানার অফিসার ইনচার্জ অভিযোগের পেক্ষিতে দ্রুত ব্যাবস্থা নিবে বলে যানান।