প্রতারক চক্র ৪ সদস্যকে গ্রেফতার করেছে নরুন্দি তদন্ত কেন্দ্র পুলিশ৷
জাহাঙ্গীর আলম জামালপুর জেলা প্রতিনিধিঃ- জামালপুর সদর,উপজেলাধীন নরুন্দিতে অপরাধ নির্মূলে কাজ করছে নরুন্দি দন্ত কেন্দ্রে পুলিশ গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ বাজার থেকে সি আর মামলা প্রতারক চক্র ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ
৭ই নভেম্বর বৃহস্পতিবার রাতেই তারগন্জে অভিযান চালিয়ে সি আর মামলার চারজনকে আটক করে পুলিশ জামালপুর সদর উপজেলাধীন নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ লুৎফর রহমানের দিকনির্দেশনায় এসআই আমিনুল এএসআই নজরুল ও এএসআই হালিম সঙ্গীও ফৌস নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রাতে তারাগঞ্জ বাজারের পাশে অভিযান চালিয়ে নজরুল ও হারুন রশিদকে গ্রেফতার করে তাদের জবানবন্দিতে তারাগন্জ বাজার থেকে আরো দুজনকে আটক করে দীর্ঘদিন যাব এরা প্রতারক মামলার আসামি হয়ে পলাতক রয়েছে জানাযায়৷ শুক্রবার সকালে আসামীদেরকে কোর্টে সোপর্দ করে নরুন্দি তদন্ত কেন্দ্র পুলিশ৷