বিএনপি নেতা গিয়াসউদ্দিনের চাঁদাবাজি:শোকজ কেন্দ্রীয় কমিটির
স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টার।। চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়সহ নানান অভিযোগে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে শোকজ করা হয়েছে। গত মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কারণ দর্শানোর নোটিশ জারি করেন। অভিযোগের বিষয়ে তিন দিনের মধ্যে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। শোকজ নোটিশে উল্লেখ করা হয়,এলাকায় দলমত নির্বিশেষে ধনী ও বিশিষ্ট ব্যবসায়ীর তালিকা করে কোটি কোটি টাকা চাঁদা আদায়,ওমান বসবাসরত ব্যবসায়ী সিআইপি ইয়াসিনের কাছ থেকে দেড় কোটি টাকা চাঁদা দাবি ও চাঁদা না পেয়ে সন্ত্রাসীদের দিয়ে সিআইপি ইয়াসিনের রাউজানের বাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া,সিআইপি মো.ফোরকানের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে সন্ত্রাসীদের দিয়ে সিআইপি ফোরকানকে নির্মম শারীরিক নির্যাতনসহ অনুগত সন্ত্রাসী দিয়ে এলাকায় দোকান,ব্যবসা প্রতিষ্ঠান ও বিদেশে অবস্থানরত রাউজানের ব্যবসায়ীদের ওপর ঢালাওভাবে চাঁদাবাজির মাধ্যমে এলাকায় আতঙ্কের জনপদে পরিণত করার গুরুতর অভিযোগ রয়েছে।