কুমিল্লা জেলা সমিতি-চট্টগ্রামের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টার।।
চট্টগ্রাম বসবাসরত বৃহত্তর কুমিল্লা জেলার অধিবাসীদের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কুমিল্লা জেলা সমিতি-চট্টগ্রাম’র এক বিশেষ সাধারণ সভা গতকাল ৯ নভেম্বর বিকেল ৫টায় নগরীর স্টেশন রোডস্থ মোটেল সৈকতের হলরুমে সংগঠনের সভাপতি ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন কবির উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক কর্মপরিকল্পনা ও কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন বাবুল,সহসভাপতি মোহাম্মদ শাহ আলম,ইঞ্জিনিয়ার মতিউর রহমান,মোহাম্মদ নুরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম,ক্রীড়া সম্পাদক লায়ন মো. সাইদুল ইসলাম মজুমদার। এ সময় অতিথি ছিলেন বৃহত্তর কুমিল্লা জেলা সমিতি-চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী নাছির উদ্দিন মোল্লা। সভায় বক্তারা বলেন,কুমিল্লা জেলা সমিতি-চট্টগ্রাম প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রামে বসবাসরত বৃহত্তর কুমিল্লা জেলার জনমানুষের কল্যাণে কাজ করে আসছে। দীর্ঘদিন চলমান থাকা সামাজিক কর্মকাণ্ডগুলো চট্টগ্রামে বসবাসরত কুমিল্লা জেলাবাসীর কাছে প্রশংসা কুড়িয়ে আসছে। বার্ষিক মেজবান ও মিলনমেলা,বার্ষিক ম্যাগাজিন প্রকাশনা,কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কার্যক্রম সংগঠনের জোরালো প্রশংসনীয় কর্মযজ্ঞ হিসেবে স্বীকৃত। সভায় উপস্থিত সংগঠনের বিভিন্ন আজীবন সদস্য, পৃষ্টপোষক সদস্য,দাতা সদস্য ও সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।