মানবতার তরে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হান্নান পাটোয়ারীর আগমে এলাকাবাসী ও যুবসমাজের ফুলেল শুভেচ্ছা।
রিপোর্টর:এমরান হোসেন সোহাগ,চাটখিল,নোয়াখালী।।
লক্ষিপুর-রামগঞ্জ /নোয়াখালী-চাটখিল এর সুনামধন্য অরাজনৈতিক সমাজসেবা মূলক সংগঠন মানবতার তরে সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হান্নান পাটোয়ারী এর ৩ বছর পর সৌদি প্রবাস থেকে নিজ গ্রামে আসার পর গতকাল ১০ নভেম্বর সন্ধায় মানবতার তরে সংগঠনের এর সদস্য ও এলাকাবাসীর পক্ষ থেকে সৌজন্যে সাক্ষাত এর আয়োজন করা হয়। এসময় সাংবাদিক সলিমুল্লাহ সহ এলাকাবাসী,এলাকার যুব ও ছাত্র সমাজ এর পক্ষ থেকে হান্নান পাটোয়ারী কে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এলাকার অসহায় মানুষের মাঝে শীতের পোষাক বিতরণ সহ বিভিন্ন সমাজসেবা মূলক বিষয়ে আলোচনা করেন। প্রধান অতিথি বক্তব্যে মোঃ হান্নান পাটোয়ারী বলেন,মানবতার তরে সংগঠনের যে সকল সদস্যরা বিনা পারিশ্রমিকে শ্রম দিয়ে যাচ্ছে আমি তাদের কাছে চিরঋণী হয়ে থাকবো,আমি যতো দিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ জনগণের সেবার মাধ্যমে মানবতার তরে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো। কোরআন তেলওয়াত এর মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়,এবং সকলের মাঝে নাস্তা বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।