(স্টাফ রিপোর্টার:-মোঃ নুরুল আলম)
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষের্যালি ও জনসভা অনুষ্ঠিত,,আগামী ১৩ নভেম্বর বান্দরবান জেলা বিএনপি সভাপতি মিসেস মাম্যাচিং ও সাধারণ সম্পাদক মোঃ জাবেদ রেজা ভাইয়ের নেতৃত্বে র্যালি ও জনসভা অনুষ্ঠিত হবে। সেই রয়্যালি ও জন সভাকে ঘিরে পৌর সভার ১ নং ২ নং ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়, র্যালি ও জনসভায় কিভাবে মানুষ বেশি থেকে বেশি স্বতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করতে পারে। সকলের একটা স্লোগান ছিল, যোগ দিন সফল করুন ১৩ তারিখ বান্দরবানে মাম্যাচিং ও জাবেদ ভাইয়ের সমাবেশে।