পাবনা ফরিদপুর.১১ নভেম্বর ২০২৪ সোমবার।
মোঃসাবেদুল সরকার,পাবনা জেলা প্রতিনিধি। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুর উপজেলা ও পৌর বিএনপি'সহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
প্রধান অতিথি-ভিপি আব্দুল হাকিম খান সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি ফরিদপুর পাবনা। সভাপতিত্ব করেন-জনাব আবু তাহের-আহবায়ক পৌর বিএনপি ফরিদপুর পাবনা। বিশেষ অতিথি-জনাবা সাবিহা শারমিন-যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ ফরিদপুর পাবনা। জনাব শামস উদ্দিন আহমেদ বাচ্চু-যুগ্মআহ্বায়ক উপজেলা বিএনপি ফরিদপুর পাবনা। জনাব-অধ্যক্ষ আবু সাঈদ-যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি ফরিদপুর পাবনা। জনাব-শামুস উদ্দিন আহমেদ-যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি,সাবেক প্যানেল মেয়র (কাউন্সিলর) ফরিদপুর পৌর সভা। জবাব-আব্দুল খালেক-যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি,সাবেক কাউন্সিলর। জনাব- প্রভাষক মোঃ ফারুক হোসেন-যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি ফরিদপুর পাবনা। জনাব-প্রভাষক মোঃ রন্জু বিশ্বাস-যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি ফরিদপুর পাবনা।
সহ সকল অঙ্গসংগঠনের নেতা কর্মী।