নেত্রকোনা কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজু ঢাকায় গ্রেফতার
মোঃ আলী আশরাফ ইলিয়াস নেত্রকোনা জেলা প্রতিনিধি
কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজু (৪৫) রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার হয়েছেন। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে র্যাব-২ ও র্যাব-১৪ এর যৌথ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান মুঠোফোনে দেওয়া এক প্রতিক্রিয়ায় এই গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তবে গ্রেফতারের কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। তাজুল ইসলাম তাজু কেন্দুয়া উপজেলার একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হিসেবে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন। তার গ্রেফতারের খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় রাজনীতিতে তার সক্রিয় ভূমিকার কারণে এ ঘটনায় অনেকেই বিস্মিত। র্যাব সূত্রে জানা গেছে,গ্রেফতারের সময় তাজু ঢাকার ধানমন্ডি এলাকায় অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে ধারণা করা হচ্ছে,তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বিস্তারিত কোনো তথ্য এখনও প্রকাশ করেনি। এদিকে,তাজুর গ্রেফতারকে কেন্দ্র করে কেন্দুয়া উপজেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। দলীয় নেতারা এ বিষয়ে কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা করছেন বলে জানা যায়। তাজুল ইসলাম তাজুর বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে,তা জানতে জন সাধারণের নজর এখন আইনশৃঙ্খলা বাহিনীর দিকেই।