চাঁদপুর ফরিদ গন্জ উপজেলা কড়ৈতলী বাজার দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে মনিটরিং করেন,
গাজী ইব্রাহিম হোসেন,চাঁদপুর জেলা প্রতিনিধি,,আজ ১৪ নভেম্বর ২০২৪ইং তারিখ কড়ৈতলী বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে মনিটরিং করেন উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান মীর। এসময় উপস্থিত ছিলেন,ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো.সেলিম জিতু,৮নং ইউনিয়ন স্বাস্থ্যসহকারী মো.ফয়সাল পাটওয়ারী। কড়ৈতলী বাজারের সভাপতি মাসুদ খান,সেক্রেটারী মো.মুরাদ হোসেন,সহ-সাংগঠনিক আমান আল্লাহ খান ফারাবী।