এতায়েতের বিশ্ব আমির মাওলানা সাদ দামাদ বরকাতুম এর লাখো,লাখো অনুসারীরা কাকরাইলে সমবেত হয়েছে, বয়ান শুনবে ও জুমা নামাজ আদায় করবে।
(স্টাফ রিপোর্ট:-মোঃ নুরুল আলম) আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকাল ০৮ ঘটিকা হইতে কাকরাইল মার্কাজ মসজিদ সম্পূর্ণরূপে বিশ্ব আমির মাওলানা সাদ দামাদ বরকাতুম অনুসারী এতায়েতদের দখলে। লাখো লাখো মানুষ কাকরাইলকে ঘিরে সমবেত হচ্ছে, ধারণা করা হচ্ছে বাংলাদেশের এত বড় জামাত ইতি পূর্বে কাকরাইল মসজিদে কখনো সমাবিত হয় নাই, এও শোনা যাচ্ছে যে ৪৫ /৫০ লক্ষ মানুষের জমায়েত হওয়ার কথা কাকরাইলকে ঘিরে শান্তিপূর্ণভাবে অবস্থান নিবে। জুমার নামাজ আদায় করবে বয়ান শুনবে শুকরিয়া আদায় করবে। কাকরাইলের চতুর্দিকে করা নিরাপত্তা বেষ্টন করছেন, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা সাংবাদিক সকলে।