কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগ নেতা কামরুল হাসান ভূঁইয়া গ্রেফতার
মহিউদ্দিন সরকারঃ কেন্দুয়া উপজেলা প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কামরুল হাসান ভূঁইয়াকে শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের একটি পার্ক থেকে র্যাব-১৪ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,কামরুল হাসান ভূইয়াকে নেত্রকোনা সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং আজ শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে। জানা গেছে,কামরুল হাসান ভূঁইয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে,যার মধ্যে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও রয়েছে। ঘটনার সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল থেকে ময়মনসিংহের একটি পার্কে আড্ডা দিচ্ছিলেন কামরুল হাসান ভূইয়া,দলপা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহীন আলম,এবং ছাত্র নেতা তোফায়েল আহমেদ। গোয়েন্দা সংস্থা তাদের গতিবিধি নজরে রাখে। গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে অন্যরা সরে গেলেও কামরুল হাসান ভূইয়া পালাতে পারেননি এবং আটক হন।
গ্রেফতারের এই ঘটনাটি কেন্দুয়া উপজেলায় আলোড়ন সৃষ্টি করেছে,এবং স্থানীয় আওয়ামী লীগের মধ্যে চাপা উত্তেজনা দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে,তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলমান অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং আদালতে দাখিলের জন্য প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। এ ছাড়া স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা