জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির সকল সহযোগী সংগঠনের উদ্যোগে চাটখিলের সমাবেশে শাহাপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি।
রিপোর্টর:এমরান হোসেন সোহাগ,চাটখিল উপজেলা প্রতিনিধিঃ নোয়াখালী।। নোয়াখালীর চাটখিল উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চাটখিল উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্দ্যোগে চাটখিল কামিল মাদ্রাসা মাঠে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়,উক্ত সমাবেশে চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাশাপাশি ১নং সাহাপুর ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের শত শত নেতাকর্মী নিয়ে বিশাল মিছিলের মাধ্যমে সমাবেশে উপস্থিত হয়। এসময় নেতৃত্ব দান করেন চাটখিল উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হোসেন ভূঁইয়া,যুবদলের সহ-দফতর সম্পাদক এবং সাহাপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক তারেক আজিজ ভূঁইয়া,৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন ১নং শাহাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আদিব বিন মনোয়ার, শাহাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাজহারুল হাসান রাফি,শাহাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আহম্মেদ জাবেদ,সোমপাড়া কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শাহারিয়া নাফিজ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও বিএনপি'র চেয়ারর্পাসনের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন। উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আবু হানিফের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব শাজাহান রানা,সহ বিভিন্ন নেতৃবৃন্দ।