কমলনগর ক্রিকেট লীগ খেলার‘ড্র’ও ট্রফি উম্মোচন
মোঃ নুর হোসেন(কমলনগর-লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগর ক্রিকেট লীগ (কেসিএল) খেলার‘ড্র’এবং ট্রফি উম্মোচন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পালকি চাইনিজ রেষ্টুরেন্টে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে টুর্নামেন্ট পরিচালনা কমিটি। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক রাজিব দেবনাথের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন,বিশিষ্ট ক্রীড়া প্রেমি জার্মান প্রবাসী শিপন মাহমুদ,কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু,সহ-সভাপতি এ আই তারেক,সাধারণ সম্পাদক মো.ফয়েজ। সতমুখ স্বপ্ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার প্রভাষক আনোয়ার হোছাইনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,টুর্নামেন্ট কমিটির সদস্য এড.এমরান হোছাইন নিখিল,কাজী বাকের হোসেন নিশাদ,কমলনগর ক্রিকেট লীগের সদস্য সচিব আকরাম হোছাইন,সদস্য ইলিয়াছ হোছাইন,কেসিএলের পরিচালনা কমিটির সদস্য ইফতেখার মাহমুদ শিবলু,সতমুখ স্বপ্ন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক আরফান সকিব,কেসিএলের প্রচার সম্পাদক আকরাম হোসেন অরুন ও সদস্য সাইফুল ইসলাম শামিম প্রমুখ। জানা যায়,কমলনগর ক্রিকেট লীগ (কেসিএল) খেলা শুরু ৩০ নভেম্বর। মিল্লাত একাডেমি মাঠে ৩২ দল এ খেলায় অংশ গ্রহন করবে। খেলায় প্রথম পুরস্কার হসেবে নগদ দেড়লাখ টাকা ও ট্রপি এবং দ্বিতীয় পুরস্কার এক লাখ টাকা ও ট্রপি ঘোষণা করেছে আয়োজক কমিটি। এ খেলার পৃষ্ঠপোষক কমলনগরের রেমিট্যান্স যোদ্ধারা।