তাহিরপুরে প্রান নাশের চেষ্টায় আহত ১
সাগর হাসান,জেলা প্রতিনিধি রাজশাহীঃ- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪ নং উত্তর বড়দল ইউনিয়নে রাজাই গ্রামে এক দল সন্ত্রাসীর দারাল অস্ত্রের আঘাতে এক মহিলাকে গুরুতর আহত করেছে। সুত্র বলছে গত ১৯ নভেম্বর বুধবার আনুমানিক রাত ২.০০ঘটিকার সময় উত্তর বড়দল ইউনিয়নের রাজাই গ্রামের মাইজ উদ্দিনের মেয়ে মাসুমা আক্তার (৩১) কে এক দল সন্ত্রাসীর দারাল অস্ত্রের আঘাতে দু'হাতে,নাকে,মুখে ও কপালে আঘাত করে। জানা যায় যে, আহত মহিলাকে গুরুতর অবস্থায় রাজাই গ্রামের পাড়া প্রতিবেশী দ্রুত তাহিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। আহত মহিলার বাবা বলেন, মাসুমা আক্তার কে দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল গ্রামের মকরম আলীর ছেলে জিয়াউরের সাথে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। পারিবারিক আদালতে মামলা করা হলে জিয়াউর রহমান আরও কয়েক বার এই রকম দুরদর্শ সন্ত্রাসী দিয়ে হামলা করে আমার মেয়ে কে।
তাহিরপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) মোঃ দেলোয়ার হোসেন জানান,আহত মাসুমা আক্তার ২০ নভেম্বর বুধবার বিকাল ৪.০০ঘটিকার সময় ৪জন সাক্ষী নিয়ে অজ্ঞাত নামা একটি অভিযোগ দায়ের করেছেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থাগ্রহন করা হবে।