আজ ১৪ নভেম্বর "২৪ কৃষক নেতা মিনা মহব্বতের ৩১তম মৃত্যুবার্ষিকী আলোচনাসভা নড়াইল মীরজাফুর বাজারে অনুষ্ঠিত হয়।
অভয়নগর প্রতিনিধি মাহাদী হাসান মেহেদী। আজ ১৪ নভেম্বর ২০২৪ ইংরেজি রোজ রবিবার নড়াইলের মীর্জাপুর বাজারে কৃষক নেতা মীনা মহব্বতের ৩১ তম মুত্যুবার্ষীকি ও আলোচনাসভা পালিত হয়।উক্ত আলোচনা সভা বক্তব্য রাখেন যশোর জেলার বাংলাদেশ ট্রেড ইউনিয়ন এর সভাপতি জনাব আশুতোষ বিশ্বাস,এবং বাংলাদেশ নৌ যান শ্রমীক ফেডারেশন এর অন্যতম নেতা ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন অভয়নগর থানার সাধারণ সম্পাদক জনাব নাজমুল হোসেন।এছাড়াও আরো অনান্য নেতৃবৃন্দ স্বল্প পরিষরে বক্তৃতা দেন।