১৯.শ.একাত্তরের বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, স্বাধীনতার ৫৩ বছর পরেও ভুমিহীন
দৈনিক বাংলার মুক্তকন্ঠ:রিপোর্টাঃ- ১৯৭১ সালে ৯ মার্চ সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের জন্ম হয়। আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা অনেকেই এখনো অবহেলিত। ১নং সেক্টর কমান্ডার ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অধীনে যুদ্ধ করেছিলেন তৎকালীন সেনের সদস্য মনির আহমেদ।
পৈত্রিক সূত্রে মনির আহমেদ সামান্য সম্পত্তি পেয়েছিলেন৷ পরবর্তীতে বিভিন্ন কারণে পৈত্রিক সূত্রের প্রাপ্ত সম্পত্তি ও চলে যায়। বর্তমানে তিনি ভূমিহীন। আওয়ামী লীগ সরকারের আমলে ভূমিহীন ও মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছিল। ওই লিস্টে মুক্তিযোদ্ধা হিসেবে মনির আহমেদের নাম ছিল। কিন্তু ভূমিহীন মুক্তিযোদ্ধা হওয়ায় তাকে বাড়ী নির্মাণ করে দেওয়া হয়নি। ফেনী জেলার ছাগলনাইয়া থানার ১০ নং গোপাল ইউনিয়নের গোপাল গ্রামের বাসিন্দা এ বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ। দৈনিক বাংলার মুক্তকন্ঠ: কে দেওয়া এক প্রতিক্রিয়ায় আক্ষেপ করে তিনি বলেন,জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলাম,দেশ স্বাধীন করেছিলাম। অথচ স্বাধীনতার ৫৩ বছর পরেও একজন বীর মুক্তিযোদ্ধা আজ ভূমিহীন তার ঘর বাড়ি নেই। বর্তমান অন্তবর্তী কালীন সরকারের কাছে মনির আহমেদ জোর দাবি জানিয়েছেন,একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে ভুমির ব্যবস্থা করে তাকে একটি বাড়ি নির্মাণ করে দেওয়ার জন্য।