অভয়নগরে জামায়েতী ইসলামের পথসভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি মাহাদী হাসান মেহেদীঃ- অভয়নগরে জামায়েতী ইসলামের পথসভা অনুষ্ঠিত হয় যাহা অভয় নগরে ৫,৬,৭,৮ নং ইউনিয়নের উদ্যোগে শুভনাড়া ৮ নং ইউনিয়নে শিকিরহাট ফেরিঘাটে সন্মানিত ডঃ শফিকুর রহমান জামায়েতে ইসলাম আমিরের আগমনে পথসভার আয়োজন করা হয়। প্রধান অথিতী হিসাবে ছিলেন ডঃ শফিকুর রহমান জামায়েতে ইসলাম আমির উক্ত পথসভায় সভাপতিত্ব করেন অধ্যাপক সরদার শরিফ হোসেন উপজেলা আমির। উক্ত সভায় সকল সাধারন জনতা ও জামায়েতী ইসলামের সদস্য,কর্মী ও আমিরগন উপস্থিত হয়েছেন। জনসভায় বক্তরা বিভিন্ন পর্যায়ে সতর্কতা মুলক ইসলামিক বক্তব্য ও সংগীত পরিবেষন করেন। প্রধান বক্তা আল্লাহর উপর ভরসা ও তার কোরআনের নিয়মানুসারে দেশকে পরিচালনা ও মানুষের সাথে মানুষের ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে আহ্বান করেন।