বাংলাদেশ মেরিন একাডেমির স্কুল এন্ড কলেজের (এমপিও ভুক্ত) শুন্য পদে ১জন করে শিক্ষক ও কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি
চট্টগ্রাম প্রতিনিধি আহমদ রেজা :- (এমপিও ভুক্ত) শূন্য পদে বাংলাদেশ মেরিন একাডেমির স্কুল এন্ড কলেজের নতুন শিক্ষক ও কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি অর্ধ/২১/১০০০ / সূত্র,বর্তমান নতুন কর্মসূচী অনুযায়ী ২/১২/২৪ এর বিজ্ঞপ্তি অনুসারে কিছু শূন্য পদে নিশোগ (ক)১ জন সহকারী প্রধান শিক্ষাক - স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক। সমমান ও বিএড ডিগ্রী/সমমান (সমগ্র শিক্ষা জীবনে ১টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহনযোগ্য হবে না। শিক্ষক হিসাবে এমপিও ভুক্ত পদে সর্বমোট ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। (খ) অফিস সহকারী কাম কম্পিউটার অপরেটর -শিক্ষা বোর্ড হতে এইচএসসি /সমমানসহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠানের ৬ (ছয়) মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী হতে হবে।(সমগ্র শিক্ষা জীবনে ১টির বেশি ৩য় বিভাগ।সমমান গ্রহনযোগ্য হবে না।) বয়স অনুর্ধ্ব : ৩৫ বছর। গ) ল্যাব সহকারী - শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগের এসএসসি/সমমান ২য় বিভাগ।আইসিটি ল্যাব সহকারী জন্য কম্পিউটার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় সহ বিজ্ঞান বিভাগের এসএসসি/সমমান পাস। বয়স /অনুর্ধ্ব : ৩৫ বছর।
ঘ)নিরাপত্তা কর্মী,নৈশ প্রহরী,পরিচ্ছন্নতা কর্মী - শিক্ষাগত যোগ্যতা জেএসসি/জেডিসি/সমমান >/ অনুর্ধ্ব ৩৫ বছর। ইআইআইএন: ১০৪৪৭০, স্কুল কোড: ৩৭০৬, কলেজ কোড:৩৮৫২, ইনডেক্স নম্বর (স্কুল): ০২০২০৬১৩০১, ইনডেক্স নম্বর (কলেজ): ১০৪৪৭০৩১
নং- বি ২৫৩০/১২ তারিখঃ-০৮/১২/২৪ খ্রিং
---------অধ্যক্ষ-----
শেখ মোহম্মদ নাছির উদ্দীন