রামগঞ্জের করপাড়ায় শাহ জকি সবুজ সংঘের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
রিপোর্টর:এমরান হোসেন সোহাগ,চাটখিল প্রতিনিধিঃ-
লক্ষিপুর জেলার রামগঞ্জ উপজেলা ৮নং করপাড়া ইউনিয়নের শ্যামপুরে,৬ ডিসেম্বর বিকেল ৩ টায় শাহ্ জকি সবুজ সংঘের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন শ্যামপুর ডায়রা শরীফের আওলাদ সৈয়দ জামাল উদ্দিন বাকের হোসাইনি,লক্ষিপুর জেলা রাইজিং স্টার ফুটবল একাডেমির সহ-সভাপতি ও শাহ্ জকি সবুজ সংঘের ১নং সদস্য মোঃ মনির হোসেন (বাবুল),মানবতার তরে সংগঠন এর সভাপতি হান্নান শাহ্,৮নং করপাড়া ইউনিয়ন যুবদল নেতা নিজাম উদ্দিন,৮ নং করপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতা শেখ ফরিদ, ৮নং করপাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা মানিক দেওয়ান সহ এলাকাবাসী ও শ্যামপুর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ীগন উপস্থিত ছিলেন। শাহ জকি সবুজ সংঘের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম হিরন এর সভাপতিত্বে ও শাহ্ জকি সবুজ সংঘের সাবেক সাংগঠনিক সম্পাদক কাউসার হামিদ এর সঞ্চালনায় নবগঠিত কমিটির পরিচিতি সভা আবদুল কারিম এর পবিত্র কুরআন তেলওয়াত এর মধ্যে দিয়ে শুরু হয় এবং মাওলানা মীর হোসেনের দোয়াও
মোনাজাত এর মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে।