নরুন্দিতে জমি সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত৷
রিপোর্ট:-জাহাঙ্গীর আলম,জামালপুর জেলা প্রতিনিধিঃ-
জামালৃপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে বাঁশের ডান্ডা (লাটি) দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত মো.মমতাজ আলী (৪৭)উপজেলার নরুন্দি ইউনিয়নের শ্রীবাড়ী ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাড়িতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আক্তারের সাথে জমি বিবাদ নিরসনের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বৈঠকে সিদ্ধান্ত মোতাবেক,মমতাজকে জমি বুঝিয়ে দেয়৷ সালিসি গণ্যমান্য ব্যক্তিবর্গরা,উক্ত ভূমিতে মমতাজ বিজ ফলাতে গেলে,কিছু বুঝে উঠার আগেই আক্তারের লোকজন অতর্কিতভাবে হামলা চালায়,এক পর্যায়ে আঘাতপ্রাপ্ত হইয়া মাটিতে লুটিয়া পড়িলে স্থানীয় লোকজন উদ্ধার করিয়া জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার নরুন্দি ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের শ্রীবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের ছেলে হন্দয় বাদী হয়ে জামালপুর সদর থানা অভিযোগ করে বলেন,গত ৩ বছর আমাদের বাড়ির সামনের ১৭ শতাংশ জায়গা নিয়ে প্রতিবেশী আক্তার সাথে আমাদের বিরোধ ছিল। কিছু দিন সামাজিক ভাবে সালিশি বৈঠকে বিষয়টি মীমাংসা হয়। ওই সালিশে ১৭ শতাংশ জায়গার মধ্যে আমাদেরকে ১৭ শতাংশ জায়গা দেওয়া হলে উচ্চস্বরে আক্তার বলে তিনি সালিশি বৈঠকের সিন্ধান্ত মানেন না। এরপর শুক্রবার বিকেলে মমতাজ তাহার অংশের জায়গা ধানের বিজ ভুনতে শুরু করে। খবর পেয়ে আক্তার ও তার লোকজন ঘটনাস্থলে যাই। সেখানে আমার বাবাকে ভূমিতে ঘিরে রাখে জাহাঙ্গীর ,মতি,হোসেন,ও তার বোন বৌ সঙ্গে নিয়ে আমার বাবার সাথে হাতাহাতি শুরু করে। একপর্যায়ে বাঁশের (ডান্ডা) লাঠি দিয়ে বাবার মাথায় কানে ও কাঁধে শরিলে আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নরুন্দি তদন্ত কেন্দ্র ইনচার্জ লুৎফর রহমান সঙ্গীও ফোর্স নিয়ে,ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ সন্ধ্যার দিকে মরদেহ উদ্ধার করে, জামালপুর সদর থানায় এস আই শাহিন ঘটনাস্থলে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে প্রাথমিক ভাবে নিহতের শরীরে মাথার ডানকানের উপর শরীলের বিভিন্ন জায়গায় আঘাতের চিহৃ পাওয়া যায় । এ ব্যাপারে নিহতর ছেলে বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন৷