নোয়াখালী জেলার চাটখিল থানার তালিকাভুক্ত সন্ত্রাসী মনা ডাকাতকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ
প্রতিবেদক,,সম্পাদক-প্রকাশক,দৈনিক বাংলার মুক্তকন্ঠ:- নোয়াখালীর চাটখিল থানার তালিকাভুক্ত সন্ত্রাসী,হত্যা, ডাকাতি,ডাকাতির প্রস্তুতি, মাদক, সন্ত্রাস বিরোধী আইনসহ ১২ মামলার আসামী মোঃ সাইফুল ইসলাম (মনা ডাকাত) কে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে,সাব ইন্সপেক্টর আলমগীর হোসেনসহ পুলিশ সদস্যদের সমন্বয় গঠিত একটি শক্তিশালী স্পেশাল টিম,উপজেলার দশঘরিয়া বাজার এলাকা থেকে দুর্ধর্ষ মনা ডাকাতকে গ্রেফতার করা হয়েছে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী, জাতীয় দৈনিক বাংলার মুক্তকন্ঠ কে জানান। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম মনা ডাকাতের বিরুদ্ধে হত্যা,ডাকাতি,ডাকাতির প্রস্তুতি,মাদক ও সন্ত্রাসী কার্যক্রম সহ সর্বমোট ১২টি মামলা রয়েছে। ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী আরো বলেন,গত কয়েক মাস ধরে সাইফুল ইসলাম মনা ডাকাত এলাকায় থেকে প্রকাশ্য মাদক ব্যবসা ও সহ সন্ত্রাসী কার্যক্রম এর সাথে জড়িত ছিল বলে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি। ( ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী,বলেন, মনা ডাকাতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইন গত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। অপরাধী আর অপরাধীর সহযোগীরা যত বড়ই হোক, এগুলো নির্মূলেচা টখিল থানার পুলিশ কাজ করে যাচ্ছে বলে ওসি মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী মন্তব্য করেন। আইন নিজের হাতে তুলে নেওয়া যে কোনো অপরাধীদের বিষয়, তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।