দিনাজপুরের হাট গুলোতে উঠতে শুরু করেছে বোরো ধান। সপ্তাহের ব্যবধানে মন প্রতি ২০০ টাকা দাম কমে ১১০০ টাকায় ধান কিনছেন ব্যবসায়ীরা। চাষিদের অভিযোগ মৌসুমের শুরুতেই ধানের বাজার নিয়ন্ত্রন করছেন ব্যবসায়ীরা তাই উৎপাদনের কথা বিবেচনা করে ন্যয্যদাম নিশ্চিতের দাবি কৃষকদের।
এবার উপজেলায় তেমন বৈরি আবহাওয়া না থাকায় চলতি বছর বোরো ধানের ফলন বেশ ভালোই হয়েছে। কৃষক অভিযোগ প্রচন্ড রোদে শরিরের ঘাম ঝরিয়ে ফসল ফালেও লাভের বেশিরভাগ অংশ যায় মধ্যস্বত্বভোগী ও ব্যবসায়ীদের ঘরে। তাই উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে ন্যায্য দাম নিশ্চিতের দাবি কৃষকের। উপজেলার হাট-বাজার গুলোতে এরই মধ্যে আসতে শুরু করেছে নতুন ধান। তবে দাম কিছুটা কম। উপজেলার বড় ধানের হাট আটপুকুর,মাদিলা,আমডুঙ্গী ঘুরে দখা যায় প্রতি মন মোটা ধান ১০২৫ টাকা এবং চিকন ধান বিক্রয় হচ্ছে ১১০০ টাকায় দরে। নতুন ধান বাজারে আসায় কমেছে পুরোন ধানের দাম। চলতি বোরো মৌসুমে জেলা জুড়ে ৩৬ টাকা কেজি দরে ১২ হাজার ৬৪৭ মেট্রিকটন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ১২ হাজার ৬৪২ মেট্রিক টন চাল সংগ্রহ করবে