ভেড়ামারা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থাগিত ॥ ক্ষুভে ফুঁসছে নেতাকর্মীরা॥ প্রতিবাদ সমাবেশ,
আকষ্মিক ভাবে বন্ধ হয়ে গেছে ভেড়ামারা উপজেলা বিএনপির বহু কাঙ্খিত দ্বি-বার্ষিক সম্মেলন। সকল প্রস্তুতি সম্পূর্ন করার পরও সম্মেলন বন্ধ করে দেওয়ার ঘটনায় ফুঁসে উঠেছে বিএনপির নেতাকর্মীরা। সম্মেলনের নির্ধারিত সময়েই সম্মেলন স্থলের অদূরেই দক্ষিন কেবিন সংলগ্ন প্রধান সড়কে প্রতিবাদ সমাবেশ করেছে নেতাকর্মীরা। তাদের দাবী একটাই, কোন সমঝোতা নাই, প্রকাশ্যে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ভেড়ামারা উপজেলা বিএনপির নেতা নির্বাচন করতে চান তারা। প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক পদপ্রার্থী জানবার হোসেন চেয়ারম্যান দাবী করে বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র নির্দেশ অনুযায়ী আমরা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্য্যায়ে নির্বাচনের মাধ্যমে সভাপতি সাধারন সম্পাদক নির্বাচিত করেছি। সকলকে সাংগাঠনিক ভাবে শক্তিশালী করেছি। উপজেলা কমিটি গঠনও আমরা করতে চায় নির্বাচনের মাধ্যমেই। সে লক্ষ্যেই জেলা বিএনপি সম্মেলনের তারিখ ঘোষনা করেছিল। আমরাও জাকজমকপূর্ন ভাবে সম্মেলন সফল করার সকল প্রস্তুতিও সম্পর্ন্ন করেছিলাম। কিন্তু রাত ১০ টার দিকে হঠাৎ করেই সম্মেলন স্থগিত করা হয়। যার কারন আমরা এখনো জানি না।
পৌর বিএনপির নেতা নজিবুল হক সুমন ক্ষোভ প্রকাশ করে বলেন, কোন সমঝোতার রাজনীতি আমরা চাই না। আমরা চাই, স্বচ্ছ ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন করতে। উপজেলা বিএনপিকে সঠিক নেতৃত্ব উপহার দিতে নির্বাচনের বিকল্প নেই। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সম্মেলন স্থগিত করার প্রতিবাদে ভেড়ামারা উপজেলা বিএনপি দুপুর ৩টায় প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। দক্ষিন রেলগেট সংলগ্ন প্রধান সড়কে তারা প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ আবুল হোসেন, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, শফিকুল ইসলাম বিশু, সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দীন, মোস্তাক আহম্মেদ মিন্টু, ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল সরকার, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সাইফুল ইসলাম রোকন, মজিবর রহমান বাবু মন্ডল, আলমগীর হোসনে, শফিকুল ইসলাম ডাবলু, জাহিদুল ইসলাম রঞ্জু, জাহিদুল ইসলাম লাবুলু, আব্দুর রব,