শুভ উদ্বোধন সাঁথিয়া ডায়াবেটিক সমিতি
মোঃ সাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি। সাঁথিয়া পাবনাসঠিক মানের সঠিক সেবা লক্ষ্য মোদের মানবসেবা। প্রধান অতিথি:বীর মুক্তিযোদ্ধা বেবি ইসলাম সভাপতি পাবনা ডায়াবেটিক সমিতি ও সদস্য জাতীয় নির্বাহী কমিটি বাডাস। সম্মানিত সদস্য গন:১.মো:আবু তাহের খাঁন,সাবেক যুগ্ন সচিব এবং বাংলাদেশ ডায়াবেটিস সমিতির পরিচালক ও সচিব। ২.ড.মোঃ আবু সাঈদ খান। প্রফেসর পদার্থবিজ্ঞান বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (অব:) আরো উপস্থিত ছিলেন সম্মানিত অতিথিবৃন্দ। বিশেষ অতিথি:মোঃ জাহিদুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার সাঁথিয়া পাবনা। সভাপতি করেন জনাব মোঃ মর্তুজ আলী আহবায়ক,সাঁথিয়া ডায়াবেটিক সমিতি।