ভেড়ামারায় বেগম জিয়ার কারা মুক্তি দিবস ও ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা
মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া।
কুষ্টিয়ার ভেড়ামারায় গতকাল রবিবার বিকেলে কোচ স্ট্যান্ডে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ৩রা সেপ্টেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ও ১১ই সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৮ তম কারা মুক্তি দিবস এবং ৩১ দফা কর্মসুচী বাস্তবায়ন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব শাজাহান আলী। তিনি বলেন, নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে কাঁধে কাধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি একটি সুসংগঠিত দল তা আমাদের প্রমান করতে হবে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে ভেড়ামারা উপজেলা পৌরসভা সহ সকল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পাশাপাশি সকল ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীদের মাঝে ৩১দফা সম্পর্কে ধারণা পৌঁছে দিতে হবে। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের যে ত্যাগ, ধৈর্য্য, কারাবাস সবই দলের জন্য সহ্য করেছেন তা দেশের মানুষের মাঝে দৃষ্টান্ত হয়ে রয়েছে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব এস এস আল হুসাইন সোহাগ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনিরুজ্জামান জুয়েল। বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমাদের একটা দাবি সেটা হলো ভেড়ামারা উপজেলা বিএনপির একটা সুন্দর কমিটি উপহার দিবেন। উপজেলা বিএনপির সদস্য সচিব শাহাজান আলিকে বাদ দিয়ে কোন কমিটি তৃনমুল পর্যায়ের নেতা কর্মীরা মানবে না। নিজেরা নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়ি বাদ দিতে হবে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ন আহবায়ক শাহাজুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোখলেসুর রহমান সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও মোকারিমপুর ইউনিয়নে বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, পৌর কৃষক দলের সভাপতি আশরাফুল আলম রিপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সভার সঞ্চালনায় ছিলেন, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আকরাম।