বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষকের কক্ষ উদ্বোধন কারাগার” আওয়ামী লীগের রাজনৈতিক নারী কর্মীদের জন্য যেন মরণ ফাঁদ। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কালিয়ায় বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রিকশাচালক বাবার দুই ‘রাজকন্যা’র স্বপ্নপূরণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বুশরা ও তৃষা ঝিনাইদহ কালীগঞ্জে জমি নিয়ে প্রতারণা ভাগ্নের সাথে মামার। সংযুক্ত আরব আমিরাত দুবাই শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) মাহফিল কালীগঞ্জে জমির মূল্যের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ জনগণের মুক্তির প্রত্যাশা অপরাধ ও জঙ্গী উত্থানের অবসান ঘটাতে শেখ হাসিনাকেই চায় বাংলাদেশ আনোয়ারায় গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠান আজ বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনকে ‘প্রহসন ও দেশবিরোধী ষড়যন্ত্র’ বললেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইনান

কয়রায় জাল দলিল সৃজন ও হুমকির ঘটনায় আদালতে মামলা

কয়রায় জাল দলিল সৃজন ও হুমকির ঘটনায় আদালতে মামলা

আবুবকর সিদ্দিক, কয়রা উপজেলা প্রতিনিধিঃ

খুলনা জেলার কয়রা থানার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রামে জাল দলিল সৃজন ও হুমকির ঘটনায় কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। ইং ১৪/০৮/২০২৪ তারিখে নির্মল চন্দ্র গাইন বাদী হয়ে কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৭ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। মামলা নম্বর সি আর-৩৯১/২০২৪। মামলার আসামীরা হলেন শেখর চন্দ্র মণ্ডল, গোকুল চন্দ্র মণ্ডল, বিধান চন্দ্র মণ্ডল,ভূধর চন্দ্র মণ্ডল, ভম্বল মণ্ডল (কৃষ্ণপদ),পরিমল মণ্ডল, সঞ্জিব মণ্ডল।

মামলার আরজি ও বাদী সুত্রে জানা যায়, বাদী অয়ারেশ সুত্রে প্রাপ্ত ৩.৮০ একর জমিতে সীমানা চৌহদ্দি নির্মাণ পূর্বক আসামিসহ সকলের জ্ঞাতসারে সন সন খাজনা পরিশোধ পূর্বক বসবাস করিয়া আসিতে থাকাবস্থায় উল্লেখিত আসামীগণ নিরিহ বাদীকে হয়রানি করার জন্য ও বাদীর উপরোক্ত জমি প্রতারণামুলকভাবে হরন ও অবৈধভাবে ব্যবহারের জন্য বাদীর পিতার স্বাক্ষর জাল করিয়া ৩টি মূল্যবান দলিল যাহার নম্বর (১) দলিল নং ১৯২৪, তারিখ ৩০/১০/২০০৩ ইং (২) দলিল নং ৩০০১ তারিখ ০৯/১০/২০০৩ ইং (৩) ইং ২০/০৩/১৯৯১ তারিখে দলিল সৃজন করে। কিন্তু উক্ত দলিল ৩ টায় বাদীর পিতার কোন দস্তখত নাই বরঞ্চ আসামীগণ বাদীর পিতার দস্তখত জাল করিয়া অন্য লোক দিয়ে দেওয়ানো হইয়াছে।  বাদীর উক্ত জমি আসামীগণ অবৈধভাবে দখল, ব্যবহার ও হরনের মানসে এহেন জাল দলিল সৃজন করিয়া উহা ব্যবহার করিয়া আসিতেছে। বাদী তফসিলভুক্ত জমি অদ্দবদি ভোগ দখলে আছে।  আসামীগণ বাদীর তফসিল্ভুক্ত সম্পত্তি দখলের জন্য পদচারনা করিয়া আসিতেছে। বাদীর পিতা কখনো কিংবা কোন সময়ই কোন দলিলে ওপর কোন স্বাক্ষর বা টিপ সহি প্রদান করেন নাই, এবং উক্ত জাল চুক্তিপত্রের ওপর বাদীর যে স্বাক্ষর দেখান হইয়াছে তাহা বাদীর পিতার স্বাক্ষর নহে। আসামীগণ উক্ত ৩ টি জাল দলিল তৈরি করা ছাড়াও বিভিন্ন সময় বাদীকে জীবনে মারিয়া ফেলার হুমকি প্রদর্শন করিতেছে।

এ ব্যাপারে কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে খোজ নিয়ে মামলার সত্যতা পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page