সিলেট এর সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর মহানুভবতা।
(এম এ এইচ ইমন)
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুরু.তর আ.হত শিক্ষার্থীর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার দিয়ে ঢাকায় নিয়ে গেলেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।।
বিস্তারিত : ছাত্র-জনতার আন্দোল.নে গুরুতর আহত সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চবিদ্যালয়ের সিলেট এর মেধাবী শিক্ষার্থী রাইয়ান আহমেদ গত ৫ আগস্ট দক্ষিণ সুরমা থানার সামনে বিজয় মিছিলে পুলিশের গুলিতে মাথায় গু.লিবি.দ্ধ হয়েছিলো। এরপর থেকে তার জ্ঞান ফেরেনি।।
তাকে ওসমানী হসপিটালের আইসিইউ ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। কিন্তু তার অবস্থা আশাংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটের সাবেক মেয়র আরিফুল হকের তত্তাবধানে আজ শনিবার সকালে এয়ার এম্বুলেন্সের মাধ্যমে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসাইন্সেস ও হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা করা হয়। আরিফুল হক চৌধুরী নিজে ঢাকায় অবস্থান করে আহত রাইয়ানকে হাসপাতালে ভর্তিকরাসহ যাবতীয় কাজ তত্বাবধান করছেন।